' architecture ' শব্দটি ল্যাটিন শব্দ ' tekton ' থেকে গৃহীত হয়েছে যার অর্থ হল নির্মাতা ( builder ) । সুতরাং মানুষ যখন বসবাসের জন্য আশ্রয়স্থল নির্মাণ শুরু করেছে তখন থেকেই স্থাপত্য শিল্পের বিকাশলাভ শুরু হয়েছে । অপরদিকে ' Sculpture ' শব্দটি প্রোটো ইন্দো - ইউরোপীয়ান শব্দ ' Kel ' থেকে গৃহীত যার অর্থ হল কাটা বা ছিঁড়ে ফেলা ( to cut or cleave ) । তাই বলা যায় ভাস্কর্য হল ছোট কারুশিল্প যা হস্ত নির্মিত কিংবা ছোট ছোট যন্ত্রের সাহায্যে গড়ে তোলা কাজ । ভারতের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের ইতিহাস এক বিবর্তনের গল্প যা হরপ্পা সভ্যতা থেকে ব্রিটিশ শাসনকাল অবধি পরিব্যপ্ত । মহান সাম্রাজ্যের উত্থান , বিদেশি শাসকদের আক্রমণ , বিভিন্ন স্বকীয় শিল্পশৈলী এই শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে ফুটে উঠেছে ।
ভারতীয় স্থাপত্য শিল্পকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায় -
প্রাচীন ভারত
( i ) হরপ্পা শিল্প :
হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা প্রাচীনতম সভ্যতার এক প্রাণবন্ত শৈল্পিক উদাহরণ যা অসংখ্য স্থাপত্য ভাস্কর্য , সিলমোহর , মৃৎপাত্র প্রভৃতিতে সমৃদ্ধ ছিল । হরপ্পার শহরগুলিতে পোড়া ইটের ব্যবহার লক্ষ্য করা গেছে ।
- গ্রিড প্যাটার্ন : এই সভ্যতার শহরগুলিতে গ্রিড প্যাটার্ন লক্ষ্য করা যায় । রাস্তাঘাটগুলো পূর্ব ও পশ্চিমে বিস্তৃত এবং রাস্তার দু'পাশে সুসংগঠিত নিষ্কাশন ব্যবস্থা দেখা গেছে ।
- নগরী দেওয়াল : প্রতিটি নগরী দেওয়াল দ্বারা বেষ্টিত ছিল ।
- আবাসিক ভবন : আবাসিক ভবনগুলি যথেষ্ট পরিষেবাযোগ্য যা খোলা বারান্দা যুক্ত এবং যেগুলি তৈরির মুখ্য উপাদান পোড়া ইট ।
- আভ্যন্তরীণ কূপ : প্রায় সমস্ত বাড়িগুলির ভিতর নিজস্ব কুপ ও স্নানঘর ছিল ।
- নিষ্কাশনী ব্যবস্থা : মহেঞ্জোদাড়োর নিষ্কাশন ব্যবস্থা ছিল খুবই চিত্তাকর্ষক , যা নগরজীবনকে নির্দেশ করে ।
- শস্যাগার : মহেঞ্জোদাড়োতে একটি বৃহৎ শস্যাগার আবিষ্কৃত হয়েছে , যার পরিমাপ হল দৈর্ঘ্য ১৫০ ফিট , প্রস্থ ৭৫ ফিট এবং উচ্চতা ১৫ ফিট ।
- স্নানাগার : মহেঞ্জোদাড়োতে ১৭৯ ফিট দৈর্ঘ্য , ১০৭ ফিট প্রস্থ বিশিষ্ট বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে ।
- সীলমোহর : প্রত্নতাত্ত্বিকগণ অসংখ্য বিভিন্ন ধরনের সীলমোহর আবিষ্কার করেছেন যার অধিকাংশগুলো বর্গাকার । কিছু ত্রিকোণাকার , কিছু গোলাকার আবার কিছু আয়তক্ষেত্রা-কার । সীলমোহরগুলিতে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট লক্ষ্য করা গেছে ।
( ii ) মৌর্য শিল্প ও স্থাপত্য :
সিন্ধু সভ্যতা পরবর্তী খ্রিস্টপূর্ব ৩২২-১৮৫ পর্যন্ত ভারতীয় স্থাপত্য ক্ষেত্রের কিছু নিদর্শন পাওয়া গেছে যার মুখ্য উপাদান কাঠ , পুনর্ব্যবহৃত ইট । ঐ সময় রক - কাট , স্থাপত্য লক্ষ্য করা যায় ।
- প্রাসাদ : মৌর্যযুগে প্রাসাদে সোনার লতানো খচিত সোনার স্তম্ভ এবং রৌপ্য পাখি লক্ষ্য করা যায় । সব শহরগুলো উঁচু প্রাচীর বেষ্টিত , যুদ্ধক্ষেত্র , জলের ডোবা ও গাছপালা সমৃদ্ধ । ভবনগুলির অন্যতম মুখ্য উপাদান হল কাঠ ।
- স্তম্ভ : অশোকের শাসনকালে রাষ্ট্রের প্রতীক হিসেবে স্তম্ভ শিলালিপি লক্ষ্য করা যায় যা যুদ্ধ জয়ের স্মরণে নির্মিত হত । স্তম্ভগুলির গড় উচ্চতা হল ৪০ ফিট এবং সেগুলি তৈরির মুখ্য উপাদান হল চুনা ও বেলেপাথর ।
- স্তূপ : মৌর্য যুগে প্রধানত অশোকের সময়কালে অসংখ্য স্তূপ নির্মিত হয়েছিল । গৌতম বুদ্ধের কৃতিত্ব উদযাপনের জন্য অশোক স্তূপ নির্মিত হয়েছিল । স্তূপ হল বাবরের উপর নির্মিত ঢিপি যা বৈদিক যুগে প্রচলিত ছিল । স্তূপের কয়েকটি অংশ হল তোরণ , যষ্ঠি , ছত্র , হার্মিকা প্রভৃতি
- গুহা : এই সময়কালে রক - কাট গুহা স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় । ওই সময় গুহাগুলো বিহার এবং বৌদ্ধ ও জৈন সন্ন্যাসীর বাসস্থান হিসেবে ব্যবহৃত হত । গুহাগুলো অত্যন্ত পালিশ করা এবং আলংকারিক প্রবেশপথ বিশিষ্ট ।
- মৃৎপাত্র : মৌর্য যুগের মৃৎশিল্পকে সাধারণত ' নর্দার্ন ব্ল্যাক পোলিশ ওয়ার ' হিসেবে বিবেচনা করা হয় । মৃৎপাত্রগুলো সাধারণত কালো রঙের দ্বারা চিত্রিত করা হত ।
- ভাস্কর্য : ভাস্কর্যগুলো মূলত স্তূপ , তোরণ , মেধী ও নানান ধর্মীয় প্রতিষ্ঠান অলংকরণ করার জন্য ব্যবহৃত হত ।
( iii ) মৌর্য পরবর্তী শিল্প :
খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট রাজ বংশের জন্ম হয়েছিল । শুঙ্গ , কান্ব কুষাণ , শক সাতবাহন , বাখটক প্রভৃতি রাজবংশ তার প্রকৃষ্ট উদাহরণ । এই সময় রক - কাট গুহা , স্তূপের পাশাপাশি তিনটি বিশিষ্ট স্কুল ভাস্কর্য গড়ে উঠেছিল সেগুলি হল , গান্ধার , মথুরা এবং অমরাবতী স্কুল শিল্প ।
নীচে তিন শিল্পরীতির তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করা হল -
গান্ধার শিল্প | মথুরা শিল্প | অমরাবতী শিল্প |
হেলেনস্টিক এবং গ্রিক শিল্প রীতির গভীর প্রভাব লক্ষ্য করা যায় | প্রকৃতিতে সহজাত | প্রকৃতিতে সহজাত |
ধূসর বেলে পাথর ব্যবহৃত হয় | দাগযুক্ত লাল বেলে পাথর ব্যবহৃত হয় | সাদা মার্বেল ব্যবহৃত হয় |
প্রধানত বৌদ্ধদের চিত্র পরিলক্ষিত হয় | বৌদ্ধ , জৈন ও হিন্দুদের চিত্র পরিলক্ষিত হয় | প্রধানত বৌদ্ধধর্মের চিত্র পরিলক্ষিত হয় |
এই রীতির পৃষ্ঠপোষক কুষাণরা | এই রীতির পৃষ্ঠপোষক কুষাণরা | এই রীতির পৃষ্ঠপোষক সাতবাহনরা |
মূলত উত্তর - পশ্চিম ভারতে পাওয়া যায় | উত্তর ভারতে ( মূলত মথুরাতে ) দেখা যায় | দাক্ষিণাত্যের কৃষ্ণা , গোদাবরী বদ্বীপ অঞ্চলে দেখা যায় |
আধ্যাত্মিক বুদ্ধের চিত্র যাঁর মাথার চুল স্টাইলিশ | সদাহাস্যময় বুদ্ধ কিন্তু আধ্যাত্মিক নয় | প্রধানত জাতকের গল্প চিত্রিত |
বসা এবং দাঁড়ানো উভয় চিত্র পাওয়া গেছে | প্রাপ্ত চিত্রগুলোর অধিকাংশ বসা অবস্থার চিত্র | -- |
( iv ) গুপ্ত যুগের শিল্প :
গুপ্ত সাম্রাজ্যের সময়কাল ভারতীয় স্থাপত্যের ' স্বর্ণযুগ ' হিসেবে সমাদৃত । পূর্ববর্তী গুপ্ত শাসকরা ছিলেন বৌদ্ধ এবং পরবর্তী গুপ্ত শাসকরা সেই ঐতিহ্য মেনে হিন্দু শাসকদের পৃষ্ঠপোষকতা বৌদ্ধ স্থাপত্য ও মন্দির স্থাপত্য বজায় রেখেছে । এই সময়কালে মন্দির স্থাপত্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল । এই যুগে তিনজন প্রধান দেবতার পূজা করা হত । যথা উত্তর ও কেন্দ্রীয় ভারতে ' বিষ্ণু ' , দক্ষিণ ভারতে ' শিব ' এবং পূর্ব ভারতে ' শক্তি’র উপাসনা করা হত ।
- গুপ্তশৈলীর মন্দিরটি মথুরা স্কুলের স্থাপত্যরীতির আদলে তৈরি করা হয়েছিল ।
- গুপ্তযুগের মন্দির স্থাপত্যের প্রধান শৈলী নাগরাশৈলী ।
- গুপ্ত শৈলীতে নির্মিত সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হল গুহা ।
অজন্তা গুহা : এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত । গুহাটি খ্রিস্ট পূর্ব ২০০-৬৫০ খ্রিস্টাব্দের মধ্যে গড়ে উঠেছে ও উন্নতি লাভ করেছে ।
ইলোরা গুহা : এটি অজন্তা গুহা থেকে ১০০ কিমি দূরে অবস্থিত । এখানে মোট ৩৪ টি গুহা রয়েছে । যার মধ্যে ১৭ টি ব্রাহ্মণ্যবাদীদের , ১২ টি বৌদ্ধদের এবং ৫ টি জৈনদের ।
বাঘ গুহা : এটি মধ্য প্রদেশের বাঘ নদীর তীরে অবস্থিত । এটি খ্রিস্টীয় ষষ্ঠ শতকের সময়কালে গড়ে ওঠা নয়টি বৌদ্ধ গুহা । গঠনশৈলীর দিক থেকে এটি অজন্তা গুহার অনুরূপ ।
জুনাগড় গুহা : এটি গুজরাটের জুনাগড় জেলায় অবস্থিত । এর তিনটি ভিন্ন সাইট পাওয়া গেছে সেগুলি হল- ( ১ ) খাপরা কোদিয়া , ( ২ ) বাবা পেয়ারি ( ৩ ) উপরকোট ( উচ্চতা ৩০-৫০ ফিট ) । - এই শিল্পশৈলীতে নির্মিত অন্যান্য গুহাগুলি হল নাসিক গুহা , মান্দাপেশ্বর গুহা , উদয়গিরি গুহা প্রভৃতি ।
- স্তূপ : গুপ্ত যুগের অবনতি নির্দেশ করে ঐ সময়ে নির্মিত স্তূপগুলো । উদাহরণ : ধামেক স্তূপ ( সারনাথ ) ।
( v ) মন্দির স্থাপত্য শৈলী :
নীচে ক্লিক করে ভারতের মন্দির স্থাপত্য শৈল সম্পর্কে বিস্তারিত ভাবে পড়ুন -
মধ্যযুগীয় ভারত
৭১২ খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু জয়ের সঙ্গে সঙ্গে ভারতের পশ্চিম সীমান্তে ইসলামি শাসকদের আগমন শুরু হয়েছিল । খ্রিস্টীয় দ্বাদশ শতকে দিল্লির সিংহাসনে ইসলামি শাসক অধিষ্ঠিত হওয়ার ঘটনা ভারতীয় ইতিহাসের মধ্যযুগকে চিহ্নিত করে । এর পরবর্তী বছরগুলিতে ভারতীয় স্থাপত্য কলার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে । নতুন নতুন শাসকদের রুচি অনুযায়ী স্থাপত্যক্ষেত্রে ক্যালিগ্রাফি , অলংকরণ , ইনলে কাজের ব্যবহার লক্ষ্য করা যায় । সেইজন্য মধ্যযুগীয় ভারতের স্থাপত্য কলা ইন্দো - ইসলামিক স্থাপত্য কলা বা ইন্দোসারাসেনিক স্থাপত্য নামেও পরিচিত । এই শিল্পকলার বৈশিষ্ট্যগুলো হল-
- এ সময় খিলান ও গম্বুজের ব্যবহার লক্ষ্য করা যায় , এটি ‘ আর্কুয়েড শৈলী ’ নামে পরিচিত ।
- ইসলামি শাসকগণ মসজিদ এবং সমাধি ক্ষেত্রের চারপাশে মিনার ব্যবহারের প্রচলন করেন ।
- নির্মাণ কাজে সিমেন্টিং এজেন্ট হিসেবে ‘ মর্টার ’ ব্যবহার করা হয়েছিল ।
- ইন্দো - ইসলামিক স্থাপত্যে মানুষ এবং প্রাণীর ব্যবহার এড়ানো হয়েছে ।
- সাজ - সজ্জার জন্য আরবীয় নকশা ব্যবহৃত হত ।
- এই সময়ের স্থাপত্য শৈলীতে সাজ - সজ্জার উপায় হিসেবে ' ক্যালিগ্রাফি ' ব্যবহার করা হয়েছে ।
- স্থাপত্যরীতিগুলি জ্যামিতিক ও আলংকারিক নীতি অনুসৃত হয়েছিল ।
- যেকোন স্থাপত্য নির্মাণ প্রাঙ্গনে জলের ব্যবহার লক্ষ্যণীয় । জল প্রাথমিকভাবে ৩ টি উদ্দেশ্যে ব্যবহৃত হত যথা- ধর্মীয় উদ্দেশ্য , প্রাঙ্গন শীতল রাখা এবং আলংকারিক উদ্দেশ্যে । উদাহরণ - চারবাগ রীতি ।
- ভবনগুলির নির্মাণক্ষেত্রে সংক্ষিপ্তকরণ কৌশল অনুসরণ করা হত ।
সুলতানি আমলের বিভিন্ন স্থাপত্যশৈলী :
দিল্লির সুলতানি আমলের স্থাপত্য শিল্পকে দুটি শ্রেণিতে ভাগ করা । যেতে পারে , যথা- ( i ) সাম্রাজ্য সংক্রান্ত রীতি ( ii ) প্রাদেশিক রীতি ।
( i ) সাম্রাজ্য সংক্রান্ত রীতি : এই রীতি ১১৯১-১৫৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত | বিভিন্ন রাজবংশের অধীনে অনুসৃত হয়েছিল । এই সময়ের উল্লেখযোগ্য কয়েকটি নিদর্শন হল কুতুবমিনার , আড়াই - দিন - কা ঝোপড়া , আলাই দরোয়াজা , সিরি ফোর্ট , তুঘলকাবাদ নগরী , লোদি গার্ডেনস , আগ্রা শহর প্রভৃতি ।
( ii ) প্রাদেশিক রীতি : এই সময়কালে ইন্দো - ইসলামিক শৈলী স্থানীয় স্থাপত্য শৈলীকে প্রভাবিত করেছিল । এই রীতির কয়েকটি উল্লেখ্য নিদর্শন হল- কাদাম রাসুল মসজিদ , আদিনা মসজিদ , রানি রূপমনি প্যাভিলিয়ন , জাহাজ মহল , আসরফি মহল , গোল গম্বুজ , আদিল শাহের সমাধি প্রভৃতি ।
মুঘল আমলে বিভিন্ন স্থাপত্য শৈলী :
মুঘলরা শিল্প ও স্থাপত্যের মহান পৃষ্ঠপোষক ছিলেন । তাঁদের অধীন স্থাপত্যরীতি পুনরায় গুরুত্ব ফিরে পেয়েছিল । এই সময়ের কয়েকটি উল্লেখ্য রীতির উদাহরণ হল -
স্থাপত্য রীতি | তথ্যাবলী |
আগ্রা দুর্গ | এটি আকবর নির্মাণকার্য শুরু করেছিলেন তবে শাহজাহানের আমলে অধিকাংশ ভবনগুলির নির্মাণকাজ শেষ হয় । |
মতি মসজিদ | শাহজাহান তৈরি করেন |
দেওয়ান - ই - খাস | শাহজাহান তৈরি করেন |
দেওয়ান - ই - আম | শাহজাহান তৈরি করেন |
ফতেপুর সিক্রি | আকবর এটি তৈরি করেন । এটি ইন্দো ইসলামিক রীতিতে তৈরি হয়েছে । |
বুলন্দ দারোয়াজা | ১৫৭৬ খ্রিঃ আকবরের গুজরাট জয়ের স্মৃতি হিসেবে এটি তৈরি করা হয়েছিল । এটি পৃথিবীর বৃহত্তম প্রবেশদ্বার । |
সেলিম চিস্তির সমাধি | এটি ১৫৮১ খ্রিঃ হয়েছিল । এটি আরবীয় রীতিতে তৈরি হয়েছিল । |
পাঁচমহল | এটি একটি পাঁচতলার কাঠামো বিশিষ্ট । |
ইবাদতখানা | আকবর ভিন্ন ভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং ধর্ম নিয়ে আলোচনা করতেন । |
তাজমহল | তাজমহল মুঘল আমলের শ্রেষ্ঠ নিদর্শন । এটি আর্জুমভানু বেগমের বা মমতাজের স্মৃতিতে শাহজাহানের আমলে নির্মিত হয়েছিল । |
রেড ফোর্ট , জামা মসজিদ , শালিমার বাগ | এগুলি শাহজাহানের আমলে নির্মিত হয়েছিল । |
আধুনিক ভারত
ব্রিটিশরা ভারতে আসার সঙ্গে সঙ্গে গোথিক শিল্পরীতি নিয়ে এসেছিল । এটি ভারতীয় স্থাপত্যের সঙ্গে মিশে ইন্দো - গোথিক শিল্পরীতি তৈরি করেছিল । ১৯১১ খ্রিস্টাব্দের পরে নিওরোমান শিল্পরীতির আবির্ভাব ঘটেছিল ।
1. ইন্দো গোথিক শিল্পরীতি :
এটি ভিক্টোরিয়ান রীতি নামেও অধিক পরিচিত । এটি একটি অনন্য ভারতীয় শিল্পরীতি যা পার্সিয়ান এবং গোথিক শৈলীর মিশ্রণে তৈরি স্থাপত্য । এই রীতির কয়েকটি বৈশিষ্ট্য হল –
- এর নির্মাণক্ষেত্র অনেকখানি বড় ।
- দেওয়ালগুলো ইন্দো - ইসলামিকদের তুলনায় পাতলা ছিল ।
- খিলানগুলো আঁকাবাঁকা ধরনের ।
- এর একটি অনন্য বৈশিষ্ট্য হল বড় জানালার ব্যবহার ।
- গির্জাগুলিতে ক্রুশবিদ্ধ স্থল পরিকল্পনা লক্ষ্য করা যায় ।
- এটি উন্নত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি মেনে নির্মিত হত এবং এতে লোহা , ইস্পাত ও কংক্রিটের ব্যবহার শুরু হয় । এই রীতির উদাহরণ হল- কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া ।
2 . নিও রোমান শিল্পরীতি :
১৯১১ খ্রিস্টাব্দের পরে নিও রোমান শিল্পরীতি লক্ষ্য করা গেছে । এই রীতির কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল -
- নির্মাণকার্য বেনামি এবং কোন বিশেষ আকর্ষণীয় বৈশিষ্ট্য নেই ।
- সরলতা , আধুনিকতা এবং উপযোগিতা লক্ষ্য করা যায় কারুকার্যের মধ্যে ।
- ভবনগুলি সাধারণত গোলাকৃতি প্রকৃতির ।
- পাশ্চাত্য স্থাপত্য নকশা লক্ষ্য করা যায় ।
- উল্টানো গম্বুজের ধারণাটি ভারতের সুপ্রিমকোর্ট এবং রাষ্ট্রপতি ভবনের শীর্ষে লক্ষ্য করা যায় ।